ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
থানায় মিথ্যা অভিযোগ ও সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় সংবাদ সম্মেলন করেছেন বারহাট্টা উপজেলা জাসাসের সদস্য সচিব অলিউল্লাহ রায়হান।
আজ (৭ জুলাই) সোমবার দুপুরে বারহাট্টা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অলী উল্লাহ রায়হান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নামে বৃদ্ধাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সংবাদপত্রে সংবাদ প্রকাশ ও থানায় মামলা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, আমরা ৩ ভাই-বোন ও খালা আমাদের নানা হাজী মন্তাজ উদ্দিনের ওয়ারিশ হিসেবে তার সম্পত্তির অংশ পাওয়ার অধিকার রাখি। কিন্তু বিগত ৫ বছর ধরে আমার মামী ও মামাতো বোন নানা অজুহাতে জমিগুলো দখল করে আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। সর্বশেষ গত ৫ জুলাই আমরা পারিবারিক আলোচনার উদ্দেশ্যে মামার বাড়িতে গেলে আমাদের দেখে ঘরে তালা লাগিয়ে দেন। পরে তালা খুলে দিলে আমরা বারান্দায় অবস্থান করি। মামীকে অনেকক্ষণ ডাকাডাকির পর উনি না বাহিরে আসায় আমার খালা মামীর সাথে কথা বলতে রান্না ঘরে যান। তখন খালার সাথে মামীর তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মামী শিরিন আক্তার আমার প্রতিবন্ধী খালার গায়ে হাত তোলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে দুইজনের সহায়তায় তিনি দা নিয়ে এগিয়ে আসলে জীবন রক্ষার্থে আমরা পাশের ঘরে আশ্রয় নেই। তখন তিনি বলেন, আমরা যদি আবার জমি চাই তাহলে আমাদের মের ফেলা হবে। অভিযোগে আরও বলা হয়েছে, আমি ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে এনেছি। অথচ ঘটনার দিন আমরা ঘরেই প্রবেশ করি নাই বরং জীবন রক্ষার্থে আমরা পাশের ঘরে আশ্রয় নিয়েছিলাম।
তিনি আরও বলেন, আমার মামাতো বোনের স্বামী নাজমুল হাসান আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগের দাপট খাটিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এখন যুবদলের প্রভাব খাটিয়ে দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বারহাট্টা বিএনপির নেতৃবৃন্দের কাছে এইসব হাইব্রিড নেতাদের বিচার দাবি করছি।
আপনি দলীয় প্রভাব খাটিয়ে ওয়ারিশের জমি ভোগ করতে চাইছেন সাংবাদিকের এমন প্রশ্ন তিনি বলেন -এটা আমাদের পারিবারিক সমস্যা এখানে দলীয় প্রভাব খাটাবো কেন? তাছাড়া এই সমস্যা অনেক আগে থেকেই।
তারা আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আপনি কেন করলেন না? সাংবাদিকের এমন প্রশ্ন তিনি বলেন - পারিবারিক সমস্যার কারণে তারা যে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে ভাবতে পারিনি। এখন আমরা অভিযোগ দেখা করব। আমার বিরুদ্ধে সংবাদপত্রে মিথ্যা সংবাদ প্রকাশ ও থানায় মামলা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি