আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ সজীব মিয়া (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (০৬ জুলাই ২০২৫) রাতে বিভাগীয় নগরীর কাঠগোলা বাজারের গলগন্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সজীব মিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাইক্কা শিমুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কাঠগোলা এলাকার গলগন্ডায় জনৈক সনোয়ারের নির্মাণাধীন হাফ বিল্ডিংয়ের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযান সম্পর্কে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিদুল ইসলাম জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসা নির্মূল করতে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহে কোনো অপরাধীর ঠাই নেই।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন