
আবীর হাসান
স্টাফ রিপোর্টার ( সাভার ):
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংকিতে পড়ে এক ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাহসান (৪)। সে স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ভবন নির্মাণের সময় সেফটি ট্যাংকির ঢাকনা ঠিকভাবে না লাগানোর কারণে শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত সেটির ভেতরে পড়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের চরম গাফিলতিই এই দুর্ঘটনার জন্য দায়ী। ট্যাংকির মুখ খোলা রেখে কোনো সতর্কবার্তা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিশুটির এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকার সচেতন মহল ও অভিভাবকরা দোষী ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এই দুর্ঘটনা গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে










