
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,
বাংলাদেশের অগ্রগতিতে তারুণ্যের ভূমিকা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন “বাংলাদেশ যুব অধিকার পরিষদ” আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্র এবং কার্যক্রমকে গতিশীল করতে মানিকগঞ্জ জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
একইসঙ্গে, আগামী ১০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত খসড়া জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা বিভাগীয় উপ-কমিটিকে।
সংগঠনের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, “আমরা বিশ্বাস করি, যুব সমাজের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে একটি অধিকারভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নতুন নেতৃত্বে মানিকগঞ্জ জেলা শাখাও সেই লক্ষ্যেই এগিয়ে যাবে।”










