আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের পাশে অভিভাবকদের জন্য নির্ধারিত ছাউনিতে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৫ জুলাই ২০২৫) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে লোকটিকে ছাউনিতে বসে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে তার কোনো নড়াচড়া না থাকায় সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে তার নিথর দেহ দেখতে পাই। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে ওই ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন। তার পরিচয় শনাক্ত করা গেছে এবং বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, বিদ্যালয় চত্বরে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়