মোঃ আব্দুর রহমান (হেলাল), ভোলা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহত ও পঙ্গুদের আরোগ্য কামনায় ভোলা পৌর জামায়াতে ইসলামী এক ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচির আয়োজন করে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এতিম শিশু ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
জামায়াত নেতারা জানান, দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা, দোয়া এবং আহতদের প্রতি সহমর্মিতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন,
“আল্লাহ যেন শহীদদের শহীদের মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দেন। এ আয়োজন আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ববোধের প্রকাশ।”
নেতৃবৃন্দ আরও বলেন,
“এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহানুভূতির বার্তা দেয়। আহত ও পঙ্গুদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে—এ দাবি আমরা আবারও তুলে ধরছি।”
উপস্থিত নেতৃবৃন্দ:
পৌর নায়েবে আমির মোঃ রুহুল আমিন
সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন
৬নং ওয়ার্ড আমির মোঃ শহিদুল ইসলাম
২নং ওয়ার্ড আমির প্রফেসর জিএম মনিরুল ইসলাম
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
পৌর নায়েবে আমির রুহুল আমিন বলেন,
“শহীদদের স্মরণ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজে মানবিক চেতনার পুনর্জাগরণ। ত্যাগের মূল্যায়ন এবং দুঃখে-দুর্দশায় পাশে দাঁড়ানোর সংস্কৃতিই আমাদের পথ দেখায়।”