সাগর আহমেদ জজ, পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্মপরিকল্পনা’ নিয়ে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্টেশন বাজার সংলগ্ন সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহের মুমিনুন্নেছা কলেজের সাবেক ভিপি অধ্যক্ষ রাবেয়া আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর পুত্র ও পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মুজিবর রহমান মানিক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক হলুদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার এবং ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিন মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি সময়োপযোগী ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করে এই কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে হবে।
সভায় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।