
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ জুলাই ২০২৫) বিকেলে ভালুকা উপজেলা বিএনপি কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এম.এম কবির এবং সঞ্চালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান জনি, সহ-সভাপতি মোঃ সফিউল্লাহ আনসারী, সহ-সভাপতি মোঃ আশিকুর রহমান শ্রাবণ, পৌর জাসাস সভাপতি ওয়াছিকুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা ও পৌর জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান










