আলমডাঙ্গায় জামায়াতের নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত প্রেসক্লাব নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামী নেতাদের এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি ৫ই জুলাই শনিবার রাতে, আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল।
উপস্থিত ছিলেন জেলা যুবদলের বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপু, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুলসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
এদিকে নবনির্বাচিত সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক এম সনজু আহমেদ ও দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রোকন।
সভা শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের সম্মাননা স্মারক হিসেবে কেস উপহার প্রদান করা হয়।
মোঃ মাসুদ পারভেজ রাসেল বলেন,
"সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পথে থেকে কলমের মাধ্যমে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। প্রেসক্লাব একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এটি নিরপেক্ষভাবে কাজ করবে — এই প্রত্যাশা করি।"