
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন সাইকেল স্ট্যান্ড থেকে ছয় বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৬ এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্যে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক অজ্ঞাত ব্যক্তি আলমডাঙ্গা রেলস্টেশনের খায়রুলের সাইকেল স্ট্যান্ডে ছয় বস্তা কারেন্ট জাল রেখে যায়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি এগুলো আলমডাঙ্গা পশুহাটে বিক্রির উদ্দেশ্যে রেখে গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছয় বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জাল চুয়াডাঙ্গা সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় জনগণ বিজিবির এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড দমনে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।










