
আসন্ন ৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেল ৫টায় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৩ জন। ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৩ জন প্রার্থী। মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রেসক্লাব সদস্যদের মাঝে নির্বাচনী উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
প্রার্থীদের তালিকা ও প্রতীক
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ইউনুছ আলী মন্ডল (ছাতা) এবং মো. নাহিদ হাসান (দোয়াত-কলম)।
সহ-সভাপতি পদে মো. আব্দুল্লাহ হক (চশমা) ও মো. সাইফুল হুদা (মোটরসাইকেল)।
সাধারণ সম্পাদক পদে মো. আল-আমিন হোসেন (মোবাইল ফোন) ও মো. নাজমুল হক (আনারস)।
যুগ্ম সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম (বাঘ), মো. সাইফুল ইসলাম (খেজুর গাছ), মো. সোহেল তামজীদ (গোলাপ ফুল)।
কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী মো. শরীফ (চেয়ার)।
সাংগঠনিক সম্পাদক পদে মো. রাশেদুজ্জামান (মই) ও এম সনজু আহমেদ (মোরগ)।
দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম (কলম) ও মো. সাইদুল ইসলাম (টিয়া পাখি)।
ধর্মবিষয়ক সম্পাদক পদে মো. ইখলাচ উদ্দিন (মিনার),
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কাজী ফারুক আহাম্মদ সোহাগ (ক্যামেরা),
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে শেখ মহিদুল ইসলাম (হরিণ) ও মো. রিপন আলী (ফুটবল),
প্রচার সম্পাদক পদে মীর রোকনুজ্জামান (মাইক)।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী চারজন হলেন: মো. আরিফুল ইসলাম (টেবিল), মো. সজিব হোসেন (মোমবাতি), মো. সেলিম রেজা (কাপ-পিরিচ) ও খোন্দকার সালাহউদ্দিন (বাল্ব)। নির্বাচনী তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুলাই শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ইতোমধ্যে প্রচার-প্রচারণায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে পোস্টার, ব্যানার, বিলবোর্ড ব্যবহার করা যাবে। রাজনৈতিক পরিচয়, র্যালি, মিছিল, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল ইসলাম বলেন, “নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে আমরা প্রতিটি পদক্ষেপ নিচ্ছি। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে প্রার্থিতা বাতিলও করা হতে পারে।”
বুধবার বাদ আসর প্রেসক্লাবের নির্বাচন অফিসে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল প্রার্থীর প্রতি সমান আচরণ, সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি মানার আহ্বান জানানো হয়। কমিশনার মোঃ সিরাজুল ইসলাম জানান, “প্রার্থীদের সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশন এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তাই সবার কাছে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”
নির্বাচনী পরিবেশ ঘিরে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর আবহ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে সদস্যদের মাঝে আগ্রহ ও আলোচনা তুঙ্গে। সদস্যরা প্রত্যাশা করছেন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, গ্রহণযোগ্য এবং দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার মধ্য দিয়ে সংগঠন হবে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ।










