কুষ্টিয়ায় বিএনপির দলীয় কার্যালয় ঘেরাও; নেতা নির্বাচনে ভোট চুরির অভিযোগ
Spread the love

গতকাল মঙ্গলবার (০১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্টপাড়া এলাকায় কুষ্টিয়া পৌর বিএনপির নেতা নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বাতিলের দাবিতে দলটির জেলা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন একাংশের নেতা-কর্মীরা।

এ কর্মসূচির সময় কয়েকজন নেতা-কর্মী কাফনের কাপড় গায়ে জড়িয়ে কার্যালয়টির সামনে শুয়ে পড়েন। দুই ঘণ্টার বেশি সময় ধরে করা বিক্ষোভ কর্মসূচিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানান।

এর আগে গত সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন ওই অংশটির নেতা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। আজকের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘জেলা বিএনপির নেতাদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

দলীয় সূত্র জানায়, গত শুক্রবার কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনে ভোটের আয়োজন করা হয়েছিল। ওই দিন কুষ্টিয়া সরকারি কলেজ চত্বরে সম্মেলনের পর ভোট গ্রহণ করে রাতে ফলাফল ঘোষণা করা হয়। তবে ফলাফল মানতে অসম্মতি প্রকাশ করেন পরাজিত প্রার্থী কাজল মাজমাদার। তিনি ভোটে কারচুপির অভিযোগ তোলেন।

তবে কাজল মাজমাদারের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার। তিনি বলেন, কারচুপির অভিযোগটি সঠিক নয়। কাজল মাজমাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবার ভোট গণনা করা হয়। এরপর কেন এমন করছেন, তা বোধগম্য নয়। তবে এর মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করা হচ্ছে।

সূত্রঃ প্রথম আলো

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31