মোঃরুবেল মিয়া
মির্জাপুর উপজেলা প্রতিনিধি:
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১লা জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ,বি, এম আরিফুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইল জেলার উপ পরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ বিভিন্ন প্রকার ধান, ভুট্টা, গম, সরিষা সম্পর্কে আলোচনা করেন এবং ফসলের বিভিন্ন প্রকার পোকা সম্পর্কে কৃষকদেরকে সচেতন করেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ আশেক পারভেজ বলেন ‘পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষিকরা উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য`।
এই সময় স্বাগত বক্তব্য রাখেন ,কৃষি সম্প্রসারণ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন, উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।