
সাংগঠনিক সম্পাদক পদে মোরগ প্রতীকে প্রার্থী এম সনজু আহমেদ, প্রতিশ্রুতি দিচ্ছেন গতিশীল নেতৃত্বের
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসন্ন ৫ জুলাই শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন এম সনজু আহমেদ, যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সংগঠনের শৃঙ্খলা, সদস্যদের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত পরিবেশ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এম সনজু আহমেদ বলেন, আমি চাই একটি ঐক্যবদ্ধ, বৈষম্যহীন, সকল সদস্যের অংশগ্রহণে সচল একটি প্রেসক্লাব। এই পদের দায়িত্ব শুধু পদ নয়, এটি একটি দায়বদ্ধতা, যা আমি সততা, স্বচ্ছতা এবং আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই।”
সংগঠনিক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এটি শুধু অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা নয়, বরং ক্লাবের সদস্যদের মধ্যে সুসংহত যোগাযোগ, ঐক্য এবং যৌথ কর্মসূচির সমন্বয়ের দায়িত্ব বহন করে। এম সনজু আহমেদের অভিজ্ঞতা, দায়বদ্ধতা এবং সক্রিয় ভূমিকাই তাকে এই পদে একজন উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনায় এনেছে বলে অনেক সদস্য মন্তব্য করেছেন।
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচার প্রচারণায় কঠোর আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। মাইক ব্যবহার নিষিদ্ধ, পোস্টার ও ব্যানার সীমিত পরিসরে ব্যবহারের অনুমতি রয়েছে। রাজনৈতিক পরিচয়, মিছিল, র্যালি বা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কমিশন জানিয়েছে, যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
প্রেসক্লাবের সদস্যদের মধ্যে রয়েছে যথেষ্ট আগ্রহ ও প্রত্যাশা। সকলে চাচ্ছেন একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং ভবিষ্যতে ক্লাব পরিচালনায় দায়িত্বশীল নেতৃত্ব।
সাংগঠনিক সম্পাদক পদে এম সনজু আহমেদের প্রার্থিতা এই নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও প্রভাবশালী হবে বলেই আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।










