এ. আর হেলাল: ভোলা জেলার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ৪৭৫ (চারশত পঁচাত্তর) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে, সোমবার (৩০ জুন) আলীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পৌরসভা গেটের দক্ষিণ পাশে মাহে আলমের দোকানের সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) নাজমুল হাসান, যিনি সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জামাল উদ্দিন (২৫), পিতা-সুলতান আহম্মেদ, মাতা-কহিনুর বেগম, সাং- বিরম সাজী বাড়ি, ৬নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়ন, থানা ও জেলা-ভোলা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, ভোলাকে মাদকমুক্ত করতে গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।