
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জিকে (গোরাই-কপোতাক্ষ) প্রধান সেচ খালে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।
সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জিকে খালের বিভিন্ন অংশে প্রভাবশালী ব্যক্তিরা ঘরবাড়ি, দোকানপাটসহ নানা অবকাঠামো নির্মাণ করে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে আসছিল। এতে কৃষকদের সেচ সুবিধা ব্যাহত হচ্ছিল এবং জলাবদ্ধতা দেখা দিচ্ছিল।
অভিযানকালে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ভবিষ্যতে দখল থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পাউবো (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড), পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
আলমডাঙ্গা ইউএনও বলেন, “সরকারি সম্পত্তি রক্ষা ও কৃষকের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে পুরো খাল এলাকা দখলমুক্ত করা হবে।”
স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা করছেন, এভাবে খাল দখলমুক্ত হলে সেচ সুবিধা বাড়বে এবং ফসল উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
আরো আসছে বিস্তারিত….










