পীরগঞ্জে আরডিআরএস’র সহোযোগিতায় ছাগল বিতরণ
Spread the love

সাকিব আহসান, প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও: ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারী যুদ্ধবিধ্বসত বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষকে ত্রান, পূর্ণবাসন ও পূর্ণগঠনে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক দাতা সংস্হা লুথেরান ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশে আরডিআরএস (রংপুর দিনাজপুর রিহ্যাবিলেটেশন সার্ভিস) প্রতিষ্ঠা করেন।  বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলে গ্রামীন জনগনের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ধীরে ধীরে আরডিআরএস এর কাজের পরিধি প্রসারিত হতে থাকে।  ১৯৯৭ সালে আরডিআরএস (রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস) দেশীয় বেসরকারী উন্নয়ন সংস্হা হিসাবে নবযাত্রা শুরু করে।

আরডিআরএস বাংলাদেশ ২০০৬ ইং সাল থেকে দিনাজপুর ইউনিটের আওতায় অত্র জেলার ১২টি উপজেলার (দিনাজপুর সদর, কাহারোল, বোচাগঞ্জ, বীরগঞ্জ, বিরল, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও ফুলবাড়ী, খানসামা, চিরির বন্দর, নবাবগঞ্জ) দরিদ্র ও অবহেলিত, সুযোগ সুবিধা ও অধিকার বঞ্চিত জনগনকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক অবস্হা ও অবস্হানের উন্নয়নে বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাসতবায়ন করে আসছে।  এছাড়াও দরিদ্র মানুষের ক্ষমতায়ন, মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, দূযের্াগ মোকাবেলা, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়কে সামনে রেখে দরিদ্র মানুষের সংগঠন ইউনিয়ন ফেডারেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে।  যাতে করে গ্রামীণ দরিদ্র মানুষ তাদের নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত, উপস্হাপন ও সমাধান এবং অধিকার আদায় করতে পারে।  দিনাজপুর জেলায় ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় বর্তমানে ৯২০ টি দলের মোট ১৪০৪৩ জন দলীয় সদস্য/সদস্যার মধ্যে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে যার ৯৫% নারী।  ১২টি উপজেলার ৮টি পৌরসভা এবং ৭৮ টি ইউনিয়নে সর্বমোট প্রায় ৪০৬১৮ জনসাধারনের মাঝে সরাসরি সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রবিবার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, ৯নং সেনগাঁও ইউনিয়নে আরডিআরএস(RDRS) এর সার্বিক সহযোগিতা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF)’র অর্থায়নে
ছাগল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

তথ্যসূত্র অনুযায়ী ৪০টি ছাগল কুঁড়িজনের মাঝে বিতরণ করা হয়েছে।
এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,৯ নং সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, সিপিবির কর্মী এনামুল হক, লেলিন হাসান, আরডিআরএস-এর সিএম( পদবি) উত্তম কুমার সহ এই প্রোগ্রামের উপকারভোগীরা।
ছাগল বিতরণ অনুষ্ঠানে ফেডারেশনের প্রাকৃতিক আবহে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর অতীতের কিছু অনুপ্রেরণামূলক স্মৃতিচারণা করেন, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ছাগল গ্রহীতাদের বিভিন্ন কৌশলের বর্ণনা করেন,সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,ফেডারেশনের চেয়ারম্যান মালেকা বেগম সংক্ষিপ্ত নির্দেশনামূলক কিছু কথা বলে অনুষ্ঠান সমাপ্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31