মোঃ ইলিয়াছ খান
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় এক কৃষকের কাছ থেকে ছিনিয়ে নেয়া হলো ৮ থেকে ৯ মন পেঁয়াজ, বলে সংবাদ পাওয়া গেছে। সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামের।
কৃষক নাম আব্দুল কুদ্দুস শরিফ (৫০) ,অভিযোগ করে বলেন আমি শনিবারের দিন বোলমারী থানাধীন, ময়নদিয়া হাটে পেঁয়াজ বিক্রি করতে গেলে, সালথা কলেজের বাংলা প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন জয়নালের ও খারদিয়া টুলু নিয়ার ভাড়াটিয়া সন্ত্রাসদের কে, দিয়ে আমার কাছ থেকে পেঁয়াজ ৮/৯ মন পেঁয়াজ ছিনিয়ে নিয়ে যায়, এবং এ সময় তারা আমাকে বলেন, কুদ্দুস তুমি বাজার থেকে চলে যাও না গেলে তোমার পেঁয়াজ নিয়েছি, এরপরে তোমাকে আমরা মেরে ফেলবো, এ কথা শুনে কৃষক কুদ্দুস শরিফ সেখান থেকে পালিয়ে চলে আসেন বাড়িতে, অভিযোগকারী আরো বলেন আমাকে আরো বলেছে যদি তুই বাজারে আসিস, তাহলে তোর জীবন নিয়ে বাড়ি যেতে পারবি না, এমনকি বাজারে থাকা তোর সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস বলেন আমি এখন আমার জীবন নিয়ে সংশয় আছি যে, তারা কখন আমাকে মেরে ফেলে আমি ঠিক নিজেও বলতে পারিনি। ওই কৃষক বাবা চানমিয়া শরিফ (৭২) অভিযোগ করে বলেন, আমরা ছেলেরা এখন ভয়ে রাস্তাঘাটে যাইতে পারতেছি না। আমি সালথা ও বোয়ালমারী থানার প্রশাসনের কাছে এই সকল সন্ত্রাসীদের বিচারের দাবি জানাচ্ছি।
কৃষক আব্দুল কুদ্দুস আরো বলেন।
কারণ কিছুক্ষণ আগে ও আমাকে হুমকি দেয়া হয়েছে, যদি তুই আমার দলের না আসিস তাহলে তোর বাড়ি থেকে বের হওয়া বন্ধ, তাই আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি , আমরা যেন ঠিকমতো হাট-বাজার করতে পারি। এখন আমাদেরকে মনয়দিয়া বাজারে যেতে দেওয়া হচ্ছেনা, আমরা এখন অনেকটাই কষ্টের মধ্যে জীবন যাপন করিতেছি।
সর্বশেষ ঐ কৃষক জানান আমরা এই সকল সন্ত্রাসীদের বিচারের দাবি জানাচ্ছি।