তৌহিদ, মাগুরা:
"আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয়" কবির এই উক্তকে কাজে যথার্যতায় প্রমান করলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়া উদ্দীন আহমেদ। এ মাসে তিনি তার জেলায় স্বাস্থ্য খাতে সকল অফিস গুলিতে স্বচ্ছতার সাথে নিয়োগ দিয়ে নজিরবিহীন ইতিহাস তৈরী করেছেন যা শুধু চুয়াডাঙ্গা জেলা নয় গোটা দেশেই উদাহরণ হয়ে থাকবে।
ডাক্তার হাদী জিয়া উদ্দীন আহমেদ বিগত ফ্যাসিষ্ট সরকার আমলে খুবই অবহেলিত ভাবে চাকরি করে গেছেন। সরকারী দলের বাহিরে অথ্যাৎ আওয়ামিলীগ দল না করায় তাকে একের পর এক বদলী ওএসডি হয়ে চাকরী করতে হয়েছে।জুলাই বিপ্লবের পর দেশে নতুন করে কাজের ক্ষেত্র তৈরী হওয়ার পর তিনি চুয়াডাঙ্গায় সিভিল সার্জন হিসেবে নিযুক্ত হয়েই বিভিন্ন ভালো কাজের উদ্দ্যোগ গ্রহন করেন।যার মধ্যে নিয়োগ পরীক্ষা ছিলো উল্লেখযোগ্য। এ বিসয়ে ডাক্তার হাদী জিয়া উদ্দীন আহমেদ আমার সময় প্রতিনিধিকে বলেন আমি নিজে যেমন ঘুষ পছন্দ করিনা তেমনি চাই আমার সহকর্মীরাও এ থেকে বিরত থাকবে তাই আমি অর্থ ছাড়া সুষ্ঠু একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগের ব্যবস্হা করেছি।এবিষয়ে কারো সুপারিশ গ্রহন করিনি কোনরূপ আঁতাত করিনি ভবিষ্যতেও করবোনা ইনশাআল্লাহ। আমি আশাবাদী আমরা সবাই এজাতীয় কাজ করলে দেশ বদলাতে সময় লাগবেনা।
স্বাস্থ্য সহকারী হিসেবে সদ্য নিয়োগ প্রাপ্ত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আমি বিগত ফ্যাসিষ্ট সরকার আমলে ৮/১০ টি নিয়োগ পরীক্ষা দিয়ে যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও চাকরী পাইনি আজ বিনা টাকায় মেধার জোরে চাকরী পেয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ স্যার এর নিকট কৃতজ্ঞ।পাশাপাশি এর ফলে আমি সততার সাথে চাকরীর উৎসাহ পেলাম।