
মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতেই এই আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় মোহাম্মদপুর ইউনিয়নের বেলখুর দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ৭নং ওয়ার্ড জামায়াতের আমীর ডাঃ মোঃ সোলাইমান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ তার বক্তব্যে বলেন,বর্তমান সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমে সংসদে গিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে চাই। প্রতিটি কর্মীকে এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন,সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি আরও জোরদার করতে হবে। সাধারণ জনগণের দুঃখ-কষ্টের পাশে থেকে জামায়াতের বিকল্পহীনতা প্রমাণ করতে হবে। ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলেই বিজয় অর্জন সম্ভব।
সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান বলেন,আমরা সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব জনগণের সামনে তুলে ধরছি। এই প্রচারণা প্রতিটি ঘরে পৌঁছাতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ বায়েজীদ বোস্তামী এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল কর্মীদেরকে মাঠপর্যায়ে আরও সক্রিয় ও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।










