মোঃ আসিফুজ্জামান আসিফ: সাভার আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালির গজারিয়া বিলে এক পোশাক কারখানার বিষাক্ত বর্জ্য পানি ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে গণস্বাক্ষর ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গজারিয়া বিলের পাশে এ কর্মসূচির আয়োজন করে ইয়ারপুর ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক শেখ শওকত হোসেন ফরহাদ।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি গার্মেন্টস কারখানা ড্রেনের মাধ্যমে গজারিয়া বিলে বিষাক্ত পানি ছাড়ার পরিকল্পনা নিয়েছে। এতে এলাকার মৎস্য সম্পদ ও ফসলি জমি ধ্বংসের আশঙ্কা রয়েছে। তারা বলেন, এই সিদ্ধান্ত থেকে যদি কারখানা কর্তৃপক্ষ সরে না আসে, তবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
গণস্বাক্ষরের মাধ্যমে এলাকাবাসী তাদের বিরোধিতা জানান এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।