
মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৮০ পিস ইয়াবার ট্যাবলেট সহ সাগর নামে, এক যুবককে আটক করেছে স্থানীয় সাধারণ জনগণ, স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোঃ সাগর মাতুব্বর(২০), নামে পিতা ডালিম মাতুব্বর, গ্রাম নটখোলা, বক্কার মাতুব্বর , পিতা হারুন মাতুব্বর, এর চাচাতো ভাই হলো, ইয়াবা ব্যবসায়ী সাগর মাতুব্বার, বলে স্থানীয় বাসিন্দারা ও এলাকাবাসী জানান। কিছুদিন আগে এই বক্কার মাতুব্বর, অনেক লোককেই মনয়দিয়া হাট থেকে ও আক্কাস মেম্বার, নটখোলা বাসি কে ময়নদিয়া জোরপূর্বক ভাবে বের করে দিয়েছিল এবার আবার তাদেরকে ফাঁসানোর জন্য এই সাগর মাতুব্বর দিয়ে ফাঁসাতে চেষ্টা করে এ সময় সাধারণ জনতার হাতে ধরা পড়ে যায়, এ ব্যাপারে এলাকাবাসী জানান ঠিক এভাবে আমাদেরকে নটখোলা পশ্চিম পাড়ার লোকজন ও ময়নদিয়া বাজারে আক্কাস মেম্বারসহ এর অঙ্গসংগঠনের অনেক লোকজন আমাদেরকে হয়রানির স্বীকার করে আসতেছে , সর্বশেষ সালথা থানায় ফোন দিলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার স্থলে পৌঁছে , এ সময় সাব ইন্সপেক্টর শওকত হোসেন আমরা (সাগর নামে) এক ব্যক্তির কাছে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছি হাতেনাতে । তাকে এখন আইনের প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে সাংবাদিকদের জানান।










