
আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন ২০২৫) রাতে কোতোয়ালী থানাধীন সুতিয়াখালী বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়গামী কাঁচা রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার এর নির্দেশে ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সজীব কোচ সঙ্গীয় অফিসার ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে গাঁজাসহ একটি সিএনজি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ঘটনায় ৫ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, “কোতোয়ালী থানা এলাকায় সন্ত্রাস, মাদক, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা প্রস্তুত।”
মাদকবিরোধী এ ধরনের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।










