
আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল করিম কিনা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীরা হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার বিকালে পাঁচবিবি রেলস্টেশনের পূর্বদিক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
সমাবেশে বক্তারা বলেন, “উপজেলার স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতা রেজাউল করিম কিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় না আনা হলে জেলা জুড়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা হারুনুর রশিদ সজল, কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শামিম হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত বুধবার (২৫ জুন) দুপুরে পাঁচবিবি পল্লীবিদ্যুৎ অফিসের সামনে প্রকাশ্যে হামলার শিকার হন রেজাউল করিম কিনা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উপজেলার বীরনগর গ্রামের কামালের ছেলে আরিফ গাছের ডাল দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
নিহত রেজাউল করিম কিনা উপজেলার রাজনীতি ও সামাজিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ হামলা চালানো হয়েছে। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।










