মোঃ আসিফুজ্জামান আসিফ: দেশে সব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় এর মাত্রা কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আস্তে আস্তে মব সন্ত্রাস থাকবে না। কেউ অন্যায় করে পার পাবে না।”
রথ উৎসব ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। উদ্বোধনী দিনে রথখোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রথ টেনে নেওয়া হয়। আগামী ৫ জুলাই উল্টোরথের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
রথ উৎসবকে কেন্দ্র করে শুরু হওয়া ঐতিহ্যবাহী মেলা চলবে আগামী এক মাস। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।