
শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ভিয়াইল মাদ্রাসা, মসজিদ ও গোরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজায়ণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে নিম, মেহগনি, জাম, কৃষ্ণচূড়া, পেয়ার,জলপাই গাছ রোপণ করা হয়।
২৭ জুন (শুক্রবার) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফেজ আশরাফুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক এলাকার লোকজন ও মাদ্রাসার ছাত্র বৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে থেকে উক্ত মাদ্রাসার ছাত্র শিক্ষক বৃক্ষরোপণ করেন।
এছাড়াও সবুজায়ন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতিঃ মোঃ বুলবুল হোসেন, যুগ্ন সম্পাদক রাজীব মিয়া। সদস্য, মোঃ ইয়াকুব, মোঃ মালেক, মোঃ আল-আমিন। সবুজায়ণের সভাপতি মোঃ বুলবুল হোসেন বলেন, বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। তাই গাছ লাগানোর উদ্যোগ ব্যবস্থাকেই বলা হয় বৃক্ষরোপণ। ভবিষ্যতের জন্য কর্মসূচি নিয়মিত পালন করবো আমরা।
পরিবেশ রক্ষায় সংগঠনের এমন কার্যক্রমকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন।










