আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে একদিনেই ২৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (২৫ জুন ২০২৫) বিকেলে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নগরীর কৃষ্টপুর, পাটগুদাম, কেওয়াটখালী এবং দুলদুল ক্যাম্প এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়া ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ২৮ জনকে আটক করে বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ময়মনসিংহ শহরকে অপরাধমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয়দের সহযোগিতায় শহরের বিভিন্ন স্পটে নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, সদ্য দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম গত ২৪ জুন কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব নেওয়ার পরদিনই শহরের অপরাধ নিয়ন্ত্রণে মাঠে নামেন। তিনি সকলের সহযোগিতা কামনা করে অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।