
ঝিনাইদহ প্রতিবেদক: সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এইচএসসি ২০২৫ এর পরীক্ষায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ডি.এফ. ইফতি জাহান এবং হারুনর রশীদ রাজা, যাঁরা নিজেরাও এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থী, তাঁরা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করেন এবং 'শোডাউন' করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা কার্যকর থাকার কথা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। নিয়ম ভঙ্গ করেও তাঁদের কেউ বাধা দেয়নি, এমনকি কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও মেলেনি।
কেন্দ্র পরিচালককে এ বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এদিকে স্থানীয় সচেতন অভিভাবক এবং সাধারণ মানুষ বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন,
"একটি ছাত্রসংগঠনের নেতার যদি ক্ষমতা এমন হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়?"
প্রশ্ন উঠেছে—১৪৪ ধারা কি শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ? নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কি?
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।