
আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালিপাড়া ফকিরপাড়া এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে মোহাম্মদ (২২) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
নিহত মোহাম্মদ ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি ইটভাটায় লড়ি গাড়ির শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবার জানায়, মোহাম্মদ গতকাল বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আজ সকালে স্থানীয়রা রাস্তার পাশে ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের বড় ভাই খলিল উদ্দিন বলেন, “আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তা অকল্পনীয়। আমি এর বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই।”
মোহাম্মদের বাবা নিজাম উদ্দিন বলেন, “সে আমার সংসারের ভরসা ছিল। নির্মমভাবে তাকে কে বা কারা হত্যা করল, আমরা কিছুই বুঝতে পারছি না। আমি ছেলের হত্যার বিচার চাই।”
এ ঘটনায় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।”
এই হত্যাকাণ্ড এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।










