শাকিল: গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা ত্রি -মোড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গড়ে উঠেছে অবৈধ ফুটপাত দখল ও যাত্রী ছাউনি দখল করে রমরমা ব্যবসা করে যাচ্ছে কিছু সাধু ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার ২৬ জুন কালিয়াকৈর চন্দ্রা ত্রি -মোড়ে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের পাশে ফুটপাত দখল যাত্রী ছাউনিতে দোকান বসিয়ে রমরমাট ব্যবসা করে আসছে বেশ অনেকদিন ধরে।
চন্দ্রা কাঁচা বাজার ফুটওভার ব্রিজ যাত্রী ছাউনিতে যাত্রীদের বসার জায়গায় দোকান বসিয়ে রমরমাট ব্যবসা করে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়ার সময় অভিভাবকেরা এখানে বিভিন্ন রুটের গাড়ি এখানে সারিবদ্ধভাবে থাকায় যাতায়াতে অনেক কষ্ট হয় তাদের অভিভাবকেরা বলে মহাসড়কে মহাসড়কের আশেপাশে দোকানপাটও গাড়ি সারিবদ্ধ ভাবে রাখলে এভাবে চলাফেরা করা খুব আমাদের কষ্ট ।আবার চন্দ্রা সরকারি কলেজের পাশে যাত্রী ছাউনিতে জমজমাট দোকানপাট গড়ে উঠেছে এতে মানুষের চলাচল খুব কষ্টকর হয়েছে দাড়িয়েছে।
আরো দেখা গেছে রাস্তার পাশে ময়লা আবর্জনা রাখা আছে মহাসড়কের পাশে।
এক পথচারী আবুজাফর জানান,রাস্তার আশেপাশে বিভিন্ন অবৈধ দোকানপাট ময়লা আবর্জনা এ অবস্থায় আমাদের চলাচল খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
চন্দ্রা ত্রি মোড়ে সকল যাত্রী এখান থেকে উত্তরবঙ্গ হয়ে যাওয়া আসা করে সকল গাড়ি এখানে দাড়িয়ে যাত্রীদের হস্তানস্ত করে গাড়ির স্টাপ। এ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় সর্বক্ষণ জ্যাম লেগেই থাকে এতে করে চন্দ্র সরকারি কলেজ চন্দ্রা সরকারি হাই স্কুলের ছাত্র ছাত্রীদের এখানে আসার পথে অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে।