মোঃ তরিকুল ইসলাম মোল্লা, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৭নং লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে আয়োজিত "মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫"-এর সেমিফাইনাল খেলা আগামী (২৭ জুন) শুক্রবার বিকেল ৪টায়।
খেলাটি অনুষ্ঠিত হবে তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত মাঠে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
টুর্নামেন্টটির সার্বিক পরিচালনায় রয়েছেন আয়োজক কমিটির সভাপতি বেলাল হাওলাদার, সাধারণ সম্পাদক বসির হাওলাদার, এবং সাংগঠনিক সম্পাদক সাকিল সরদার। পুরো আয়োজনটি তত্ত্বাবধান করছেন এলাকার পরিচিত সমাজসেবক তৈয়ব আলী ফরাজী।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসছে। সেমিফাইনাল ম্যাচটি ঘিরে জমে উঠেছে আয়োজনস্থল। আয়োজকরা আশা করছেন, একটি চমৎকার খেলা উপহার পাবে এলাকার মানুষ।
এছাড়াও তারা সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের নির্দিষ্ট সময়মতো মাঠে এসে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।