মোঃ আসিফুজ্জামান আসিফ: সাভারের আশুলিয়ায় ডেটিং অ্যাপ "টানটান"-এ হানি ট্র্যাপের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
পুলিশ জানায়, ভুক্তভোগী পলাশ হোসেনের সঙ্গে টানটান অ্যাপে পরিচয় হয় সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তারের। ২০ জুন রাতে জামগড়ায় ডেকে নিয়ে সুমি ও তার সহযোগী ইয়াসিন শেখ একটি ভবনের ছাদে আটকে রেখে ভয়-ভীতি প্রদর্শন করে এবং নগ্ন ভিডিও ধারণের হুমকি দিয়ে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি আইফোন, এটিএম কার্ড ও নগদ টাকা নিয়ে পরদিন অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার পেয়ে থানায় মামলা করেন ভুক্তভোগী।
ঘটনার তদন্তে উন্নত প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে এবং দুপুরে আদালতে পাঠায়। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ।