
বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর (এ্যাডহক) কমিটির সভাপতি হলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মাদ হোসাইন টিপু।
তার ব্যাক্তিগত সূত্রে জানা যায়, তিনি তার মাধ্যমিক শিক্ষাজীবন এই স্কুলেই নিয়েছিলেন। অর্থাৎ তিনি
যে স্কুলের ছাত্র ছিলেন,সেই স্কুলের সভাপতি হওয়ায় স্কুলের কাজের সার্বিক মানের উন্নয়ন হবে বলে মনেকরেন স্কুল কতৃপক্ষ সহ স্কুল সংশ্লিষ্ট জনেরা।
স্কুলের স্থানীয় বেশ কিছু অভিভবকরা জানান, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে স্কুল পরিচালনায় দলীয় যে সমস্ত সভাপতি নির্বাচিত হতো তার বেশিরভাগ ই নিজেরাই মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা জানতো না ফলে তারা কিভাবে এতবড় শিক্ষাপ্রতিষ্ঠান মান উন্নয়ন করবে। ফলে দিনে দিনে স্কুলের শিক্ষার মান ক্ষুন্ন হয়েছে। তারা আরো জানান, আমরা এখন আসাবাদি এবার যিনি সভাপতি হলেন তিনি সৎ, যোগ্য এবং উচ্চ শিক্ষিত্ব। তিনি তার এই দায়িত্ববোধ থেকে স্কুলের বিভিন্ন কাজের এবং শিক্ষার মান উন্নয়ন করবেন।










