জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এ ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা একাধিক ইভেন্টে কৃতিত্ব অর্জনের মাধ্যমে কলেজের সুনাম ও মর্যাদা আরও একধাপ এগিয়ে নিয়েছে।
প্রতিযোগিতার “উপস্থিত বক্তৃতা” বিভাগে প্রথম স্থান অর্জন করে সাকিব হোসেন সাখাওয়াত জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন। এটি ভোলা জেলার জন্য এক বিশাল গর্বের বিষয়।
এছাড়াও—
আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে তামিম হাসান,
নজরুল সংগীত বিভাগে দ্বিতীয় হয়েছে পার্থ,
এবং একক অভিনয় বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে আনন্দ চন্দ্র দাস।
কলেজ প্রশাসন অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়েছেন।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ বলেন, “এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, এটি গোটা কলেজ পরিবারের জন্য এক গর্বের উপলক্ষ। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, সম্ভাবনার জায়গা থেকে তারা যেকোনো পর্যায়ে নিজেদের মেধা ও প্রতিভা তুলে ধরতে সক্ষম।”
তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় পর্যায়েও এই শিক্ষার্থীরা অনন্য সাফল্য অর্জন করে ভোলা তথা দেশের মুখ উজ্জ্ব্বল করবে।