আসন্ন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ বুধবার (২৫ জুন) শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ রাত ৮টা পর্যন্ত।
এর মধ্য দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। মোট ১৩টি পদে ২৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও আজ মনোনয়নপত্র দাখিল করেছে
তবে যাচাই-বাছাই শেষে জানা যাবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের লড়াই নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামীকাল ২৬ জুন বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে। ২৭ জুন শুক্রবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ জুন শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে।
৫ জুলাই শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং সমতা রক্ষা করতে কঠোরভাবে নির্বাচন আচরণবিধি অনুসরণ করা হবে।
নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে। র্যালি, মিছিল, সমাবেশ, রাজনৈতিক পরিচয় প্রকাশ বা বক্তব্য প্রদান নিষিদ্ধ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল ইসলাম জানান, “ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক থাকবে। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব নির্বাচন ঘিরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার কমতি নেই। এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমনটাই প্রত্যাশা সবার।