
তারুণ্যের উৎসব ও বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ ভোলায় অনুষ্ঠিত হলো “অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫”। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় ভোলা ইনডোর স্টেডিয়ামে।
এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়—পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী এবং তেতুলিয়া। প্রতিটি দলে ছিল ৬ জন করে খেলোয়াড়, এবং প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয় ছয় ওভারে। জমজমাট এই আসরে সুরমা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্সআপ হয় তেতুলিয়া দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলার মাননীয় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ আজাদ জাহান। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জনাব সাপাতুল ইসলাম, এবং অন্যান্য ক্রীড়াবান্ধব ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মাদক, ইভটিজিং এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।
জেলা ক্রীড়া সংস্থা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।










