
আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে ‘IHREP’ (Inclusive Human Rights Empowerment Program) প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন ২০২৫) সকালে জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান।
ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী চেয়ারম্যান সিলভেস্টার গমেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিপিসি’র সহ-সভাপতি শাহাদাত সারোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, শহর সমাজসেবা অফিসার তাহমিনা নাসরিন, সিএসও প্রতিনিধি অরণ্য ই-চিরান ও প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের কর্মকর্তা রাজন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সক্রিয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং তাদের সক্ষমতা উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।










