
বিস্তারিত তথ্য চিত্রে মোঃ আসিফুজ্জামান আসিফ ঘুষ ও দুর্নীতির অভিযোগে আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগ দাবিতে টানা নয়দিন কর্মবিরতি ও বিক্ষোভ করছে দলিল লেখক কল্যাণ সমিতি। ফলে আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে, সরকারের রাজস্ব হারাচ্ছে কোটি টাকা। সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, খায়রুল বাশার ঘুষ ছাড়া দলিলে স্বাক্ষর করেন না। তাই তার অপসারণ দাবি করছি। অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করে সাব রেজিস্ট্রার পাভেল বলেন, “একটি পক্ষ আমার সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে।”
ভিউ: ২৮৩










