
সাগর আহমেদ জজ,, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজনীন আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি পরিবেশের গুরুত্বকে স্মরণ করতে এবং এর সুরক্ষায় আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে। পরিবেশ রক্ষায় সকল ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। তারা আরও বলেন, পরিবেশ আমাদের অস্তিত্বের ভিত্তি, যা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাদ্য ও পানীয় জল সরবরাহ করে। কিন্তু দিন দিন পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।










