
তৌহিদ, মাগুরা মাগুরা সদর উপজেলায় অসতর্ক অবস্থায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে এক মা ও তার কোলের শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বুধবার ২৫ জুন সকাল ৮ টার দিকে মাগুরার সদর উপজেলার ভাবনহাটির টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত নারী টিলা গ্রামের আওয়াল মোল্লার স্ত্রী সেতু (৩০) এবং সন্তান আনিশা (০৭ মাস)। নিহতের স্বামীর ভগ্নিপতি মো. রিপন বিশ্বাস জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। কোলে থাকা শিশু আনিশাও মায়ের সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে আসে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক বলেন, সকাল ৯ টার দিকে মা ও মেয়ে ইলেকট্রিক বার্ন হয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে আমরা যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখি দুজনেই মৃত্যুবরণ করেছেন। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন ছিল। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী তারা রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎ










