মোঃ ইলিয়াছ খান
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে এখনো আওয়ামী লীগের দোসরদের হাতে হামলার স্বীকার হচ্ছেন, ৫ নখ সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। এ বিষয়ে আজ আজ বিকাল ৫ঃ৩০ মিনিটে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন, ৮ নং ওয়ার্ডের নটখোলা গ্রামের স্থানীয় বাসিন্দারা সহ গ্রামবাসীরা, এ সময় তারা অভিযোগ করে বলেন বিগত ১৭ বছর আমরা নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করে রেখেছে, ঘরছাড়া করে রেখেছে এবং আমাদেরকে মার ধর সহ সকল প্রকার নির্যাতন করেছিলেন, এখন আমরা তার শিকার হচ্ছি, মানববন্ধনে অভিযোগ করেন মোহাম্মদ কামরুল মাতুব্বর, ৮ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার মোঃ আনারউদ্দিন মাতুব্বর সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা, আনারুদ্দি মাতুব্বর বলেন আমি দীর্ঘদিন যাবত বিএনপির দল করি তারপরেও আওয়ামী লীগের দোসরদের হাতে আমার ছেলে জাহিদ হামলার শিকার হন শুধু জাহিদ নয় আরো ৮ থেকে ১০ জন এই হামলার শিকার হয়েছেন বোয়ালমারী থানাধীন ময়নদিয়া হাটে একজন পেঁয়াজ ব্যবসায়ী মোঃ আদু মাতুব্বর , এ বিষয়ে অভিযোগ করে বলেন আজ মঙ্গলবার আমি হাটে পেঁয়াজ কিনতে গেলে আমাকে হাট থেকে তারা বের করে দেওয়া চেষ্টা করে। একপর্যায়ে আমি না আসতে না চাইলে তারা আমার উপরে হামলা চালানোর পরিকল্পনা করলে আমি আসতে বাধ্য হই। সকলেরই অভিযোগ সালথা সরকারি কলেজের বাংলা প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন জয়নালের নেতৃত্বে বিভিন্ন গ্রাম থেকে লোক ভাড়া করে এনে ময়নদিয়া হাট থেকে আমাদেরকে বের করে দেয়া হয়, এতে আমাদের ব্যবসার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ সময় অভিযোগকারীরা আরো বলেন যে নটখোলা গ্রামের মোঃ মনজুর আলী মাতুব্বরের সাথে, ময়নদিয়া আক্কাস মেম্বার ও খারদিয়া গ্রামের টুমি মিয়ার নেতৃত্বে এ সকল হামলা চালানো হচ্ছে মোঃ তারামিয়ার দলের নেতা কর্মীদের উপর, সহ সাধারণ জনগণের উপর ও। সকলেই এই সকল হয়রানি মারামারি সহ সকল কিছুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আজকের মানববন্ধন থেকে। এবং সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান, স্থানীয় সূত্রে জানা গিয়েছে নটখোলা গ্রামে দুইজন মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে এই ঝামেলা চলমান রয়েছে। এ সময় উপস্থিত জনগণ বলেন , মোঃ মনজুর আলী মাতুব্বর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন, ও আক্কাস মেম্বার কে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় তাহলে এলাকায় শান্তি ফিরে আসবে। এবং এলাকাকে শান্ত রাখার আহ্বান জানান, সর্বশেষ তার একটি বিক্ষোভ মিছিল বের করেন সেখানে তারা স্লোগান দেয়, বিচার চাই বিচার চাই আওয়ামী লীগের দোসরদের বিচার চাই।