আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ আসামি গ্রেফতার
Spread the love

২৪ জুন ২০২৫: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের করা মামলার তদন্তে জড়িত সন্দেহে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) এম.এম নিয়ামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলমডাঙ্গা থানায় দায়েরকৃত মামলা নম্বর-১০, তারিখ- ০৭/০৬/২০২৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ আরিফুল ইসলাম (৩২), পিতা- মৃত ফরজ আলী, ২। মোঃ বাপ্পি হাসান (২৯), পিতা- মৃত রবিউল ইসলাম, — উভয়ই গাইদঘাট, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। ৩। মোঃ সেকেন্দার আলী (২৭), পিতা- মোঃ শাহাজাহান আলী, — সাং- আইলহাঁস, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা। আসামিদেরকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ বিষয়ে থানার ওসি জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সজাগ দৃষ্টি অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31