
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা( প্রতিনিধি):
ভোলাহাট উপজেলার ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আমিনুল ইসলাম আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। তাঁর পিতা : মৃত : বাসির খলিফা , গ্রাম – ঝাউবোনা । তিনি মঙ্গলবার (২৪জুন) বিকেল ৬ টায় নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের জন্মলগ্ন থেকে অফিস সহকারী পদে চাকরি করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী,দুই মেয়ে , এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজার সময় পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানিয়েছেন।
ভিউ: ১৭৫










