তৌহিদ, মাগুরা:
মাগুরাতে সেনাবাহিনীর যৌথ অভিযানে জেলা ছাত্র দলের সাবেক নেতা আবু তাহের সবুজের বাড়ী থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার ২৪ জুন দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি টীম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
জানা যায় যে,গত ১৬ জুন ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অস্ত্র উদ্ধারের জন্য মাগুরা শহরস্থ ভিটাসাইর সবুজের বাড়ীতে যায়। কিন্ত সেদিন সেখানে কোন অস্ত্র পাওয়া না গেলে সবুজের কাছ থেকে একটি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর মঙ্গলবার ২৪ জুন সেনাবাহিনী জানতে পারে সবুজ কিছু সংখ্যক লোকজন নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা সহ বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করছে।
এসময় সেনাবাহিনী যৌথভাবে ভিটাসাইরস্হ সবুজের বাড়ীর সামনে গিয়ে ৭০/৮০ জন লোক দেখতে পারে তবে তাদের কাছ থেকে বিক্ষোভের কোন আলামত পাওয়া যায়না। তখন যৌথ বাহিনী পাশ্ববর্তী সবুজের নিজ বাড়িতে তল্লাসি চালালে সেখান থেকে ১ টি ওয়ান সুটারগান,১ টি তাজা কার্তুজ,১ টি চাপাতি ও ১৫ পিছ ইয়াবা উদ্ধার করে । পরে সবুজকে নিয়ে সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।