প্রতিপাদ্য: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”
মোঃ আব্দুল্লাহ হক।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ফল উৎসব মেলা। আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও অন্যান্য সরকারি কর্মকর্তারা মেলার ৬টি স্টল ঘুরে দেখেন। এসব স্টলে সাজানো হয় প্রায় শতাধিক দেশি-বিদেশি ফলের সমাহার।
উল্লেখযোগ্য ফলের মধ্যে ছিল—আম, লিচু, কাঁঠাল, লেবু, মাল্টা, পেয়ারা, জাম, কদবেল, কলা, আনারস, ড্রাগন ফল, লোকটন ফলসহ নানা জাতের টক-মিষ্টি দেশীয় ফল।
মেলা উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেন: জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্কো প্রমুখ।
স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,
“তিন দিনব্যাপী এই ফল উৎসব মেলায় তরুণ প্রজন্মের ফলের প্রতি আগ্রহ তৈরি হবে। আমাদের বাঙালি সংস্কৃতি টিকিয়ে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। মেলায় দেশি-বিদেশি প্রায় শতাধিক টক-মিষ্টি ফল প্রদর্শন করা হয়েছে, যা চুয়াডাঙ্গা জেলাকে ফল উৎপাদনের ক্ষেত্রে দেশব্যাপী পরিচিতি এনে দেবে।”
কৃষি বিভাগ জানায়, মেলার শেষ দিন স্টলে অংশগ্রহণকারী ও সফল কৃষকদের মধ্যে দুইটি ক্যাটাগরিতে—প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।