কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর উপলক্ষে দোয়া আলোচনা সভা
Spread the love

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন।
সোমবার (২৩ জুন) বিকেল ৪ ঘঠিকার সময় উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে স্থাণীয় বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আলোচনা সভা ও জনসাধারণের মধ্য চারা গাছ বিতরণের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক নয়ন বাগমার এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন। সাবেক সাধারণ সম্পাদক মজনু মিয়ার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফী হাবিবুল্লা। বিশেষ বক্তা হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন : জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন বলেন, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এক জন নন্দিত রাষ্ট্রনায়ক। তিনি ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার ‘বীর উত্তম’-এ ভূষিত হন। জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে। ১৯৮১ সালের ৩০ মে দেশি-বিদেশী ষড়যন্ত্রের মধ্য দিয়ে এক দল বিপথগামী সেনাসদস্যদের গুলিতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
জিয়াউর রহমান নিহত হওয়ার পর অনেকেই মনে করেছিল, বিএনপি জাতীয়তাবাদী দল মাটির সাথে মুখ থুবড়ে মিশিয়ে যাবে,অন্ধকারে ডুবে যাবে। কিন্তু ধসে যায়নি। তাঁর অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়েছেন। আপসহীনভাবে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ রকম নেত্রী বাংলাদেশে আর কেউ নেই। এখন জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন তাদেরই সুযোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। ‘সবার আগে প্রিয় বাংলাদেশ’ শ্লোগান ধরে তিনি এরই মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিহার্য। দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়ন ৩১ দফার মধ্যে অন্যতম একটি। তাই দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা, পৌর, মোক্তারপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31