আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশের ন্যায় আজ কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে জীবননগরের উথলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাব কার্নিভাল – ২০২৫ অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন করেন জীবননগর উপজেলা স্কাউটস এর সভাপতি ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন স্কাউটস পতাকা উত্তোলন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন,কাব পতাকা উত্তোলন করেন একাডেমিক সুপারভাইজার সৈয়দ আবদুল জব্বার। পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল আমিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইসমাইল হোসেন ও একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার ও উপজেলা রিসোর্স সেন্টারের ট্রেনার। উপজেলা স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের স্কার্ফ পরানো হয় প্রধান অতিথিকে স্কার্ফ পরিয়ে দেন ইলিয়াস উদ্দীন শেখ,এবং অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ আল আমিন তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের জীবন ও চরিত্র গঠনে স্কাউটিং এর গুরুত্ব তুলে ধরেন এবং কার্নিভালের সফলতা কামনা করে এর উদ্বোধন ঘোষণা করেন। উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কার্নিভালে জীবননগর উপজেলার ২৯ টি বিদ্যালয় এর প্রতিটি হতে ৬ জন কাব ও একজন করে শিক্ষক অংশগ্রহণ করেন।