ঝিনাইদহ(জেলা)প্রতিনিধি। মোঃ মাহাবুবুর রহমান পরিবারের আহাজারি, রাষ্ট্রীয় সহায়তার আবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামের রেমিটেন্স যোদ্ধা তরিকুল ইসলাম (৩০) মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গেলরাতে (রবিবার দিবাগত) মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি রাড়ীপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
তরিকুল ইসলাম জীবিকার তাগিদে অভাব-অনটনের সংসারে একটু স্বচ্ছলতা আনতে, স্ত্রী-সন্তান ও বৃদ্ধ মা-বাবাকে ফেলে ধার দেনা করে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে পরদেশে পাড়ি দিলেও সে আশা পূরন হলোনা দেশে ফিরলেন লাশ হয়ে। প্রবাসে তার কোনো আত্মীয়-স্বজন না থাকায় মরদেহ দেশে ফেরত আনতে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। ইতোমধ্যেই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। চলছে স্বজনদের আহাজারি। নিহতের পিতা আব্দুল কুদ্দুস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার এবং ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা প্রদানের।