
মো আবীর হাসানস্টাফ রিপোর্টার ( সাভারআশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি খাম্বিরপাড় এলাকায় একটি ভূয়া ফ্যাক্টরিতে সিসা গলানোর গোপন কর্মকাণ্ড ফাঁস হয়েছে। রবিবার রাতে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট জনাব কিশোর কুমার দাসের নেতৃত্বে এ কারখানায় অভিযান পরিচালিত হয়। স্থানীয়ভাবে এটি একটি গুড় তৈরির কারখানা হিসেবে পরিচিত থাকলেও, গোপনে এখানে পরিবেশ বিধি লঙ্ঘন করে রাতের আঁধারে সিসা গলানোর কাজ চলছিল। অভিযানে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর। জানা যায়, আশুলিয়া থানা এনসিপির নেতৃবৃন্দ কিছুদিন আগে ওই স্থানের ভিডিও ও চিত্র ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দেয়। এরপরই তদন্ত শুরু হয় এবং অভিযানে সত্য ঘটনা প্রকাশ পায়। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এমন অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী টিম। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবিলম্বে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।










