মোঃ ইলিয়াছ খান।
(ফরিদপুর) প্রতিনিধি।
ফরিদপুরের ভাঙ্গায় বেড়াতে এসে গভীর রাতে ডাকাতের কবলে পড়ে নগদ অর্থ মোবাইল ফোন,মোটরসাইকেল, হারালেন দুই কলেজ শিক্ষার্থী। শনিবার একুশে জুন, দিন গত রাতে তাড়াইল চন্দ্রপাড়া ফিডার সড়কে ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের নগরকান্দা এলাকায় তারা ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে শিক্ষার্থীদের জিম্মি করে কলাবাগানে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
তারা ঢাকা মোহাম্মদপুর মডেল কলেজের দুই শিক্ষার্থী মেহেদী হাসান (২০)ও মোঃ সাগর (২০) ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকেন তারা। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী হাসান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করেছে। কলেজ শিক্ষার্থী হাসান বলেন, ঢাকা থেকে আমার দুই বন্ধু ফরিদপুরের চন্দ্রপাড়া আবির নামে এক বন্ধু বেড়াতে বেড়াতে রওনা দেই পথিমধ্যে ভাঙ্গা উপজেলার তারাইল চন্দ্রপাড়া ফিডার সড়কে আমরা ডাকাতের কবলে পড়ি। আমাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল, মোটরসাইকেল ছিনিয়ে নেয়। আমাদের দুজনকে জিম্মি করে চোখ বেঁধে একটি কলাবাগানে আটকে রাখে। এরপর ডাকাতরা আমাদের পরিবারের কাছে ফোন দিয়ে আরও ১ লাখ ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। পরে ভরে আমরা কৌশলে পালিয়ে রাস্তা উঠে ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাই। পরে ভাঙ্গা থানা পুলিশ আমাদের উদ্ধার করে। এ ঘটনা আমি ভাঙ্গা থানায় মামলা দায়ের করেছি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, দুই কলেজ শিক্ষার্থী ঘুরতে এসে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তাদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল, মোটরসাইকেল লোড করে নিয়ে যায়। পরে তারা ৯৯৯ কল দিলে ভোরে আমি ঘটনা স্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করি এই ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসা আমাদের জন্য এক এক জনকে আটক করা হয়েছে